বর্তমানের অত্যন্ত জনপ্রিয় ফ্লিপকার্ট, স্ন্যাপ ডিল-এর মতো ই- মার্কেটিং সাইটগুলির রকমারি সামগ্রীর পণ্যের পরিমাণ কিন্তু মোটেও ছোট নয়৷ আর সেখানেই প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে পুতুল। কিন্তু সে পুতুল যেন সেন কোনো পুতুল নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদলে গড়া পুতুল৷ এই ক্ষেত্রে মজার বিষয় হল, কোনওভাবেই প্রধানমন্ত্রীর নামের সঙ্গে যাতে মিল না থাকে তার জন্য এই পুতুলটিকে টিকলেস ক্যাটাগরিতে ফেলা হয়েছে৷ কিন্ত্ত আগ্রহী সংস্থার ওয়েবসাইটে গিয়ে 'মোদি ডলস'নামে সার্চ করলেই ফুটে উঠবে পুতুলের অবয়ব, যা একেবারে নরেন্দ্র মোদীর আদলে তৈরি৷ বাকিটা দেখার জন্য আপনাকে ওয়েবসাইটেই লগ-ইন করতে হবে৷
হুবহু দেশের মোদির আদলে তৈরি এই পুতুল৷ একেবারে দেশীয় মডেল৷ পুরোপুরি 'মেক ইন ইন্ডিয়া'প্রযুক্তির প্রতিফলন৷ ট্র্যাডিশনাল পোষাকে হুবহু মোদীর 'কপি'৷ ফ্লিপকার্টের সেই পুতুলের গায়ে কমলা কুর্তা ও সাদা পাজামা৷ তার উপরে সাদা জ্যাকেট- ১৫ ইঞ্চি লম্বা এই পুতুল৷ কালো জুতো এবং চশমাও বাদ যায়নি পুতুলের৷ সাদা এবং কমলা - দু'রকম রঙে 'বিক্রি 'হচ্ছে মোদি পুতুল৷ ফাইবার দিয়ে তৈরি এই পুতুল৷ দাম ৯৫৮ টাকা৷
শুধু ইন্টারনেটে অর্ডার দিয়ে দিলেই হলো- তারপরেই আপনার হাতে পৌঁছে যাবে এই পুতুল৷ ৫২ শতাংশ মতো ছাড় দেওয়ার কথাও বলেছেন৷ ওয়েবসাইটে দেখানো তাদের আসল দাম ১৯৯৮ টাকায় না কিনে মোদি প্রেমীরা এই পতুলকে কিনতে পারবেন মাত্র ৯৫৮ টাকায়৷ একেবারে ছোট্ট শিশুদের আকৃষ্ট করার জন্য পরিকল্পনা নিয়ে ২ বছর থেকে ৮ বছরের শিশুদের জন্য এই পুতুল আদর্শ - নিজেদের অভিমতও দিয়েছে সংস্থা৷ স্ন্যাপডিলেও বিক্রি হচ্ছে এই মোদী পুতুল৷ তবে এর দাম ফ্লিপকার্টের সঙ্গে তুলনামূলক ভাবে একটু বেশি, ১৩৬৫ টাকা৷
এর আগে চিনে জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালীন মিনিয়েচার মোদি পুতুল বিক্রি হয়েছিল৷ এই প্রথমবার ভারতে এই ধরনের উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে৷ আমাদের দেশে এখন ই মার্কেটিং সাইটগুলোর মাধ্যমে নিজেদের পছন্দমতো জিনিসের অর্ডার দেওয়া এবং তারপরে ঘরে বা অফিসে বসে তা হাতে পেয়ে যাওয়া দারুণ জনপ্রিয় হয়ে গিয়েছে৷ আর দেশে শিশুদের মধ্যে পুতুলের চাহিদা তো চিরন্তন৷ সেই জায়গায় 'হর হর মোদি , ঘর ঘর মোদি ' স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের বিশাল সম্ভাবনাময় বাজার ধরতে এই 'মোদী ডল' কতটা কার্যকর হবে সেদিকেই এখন সবার নজর৷
বিডি-প্রতিদিন/তাফসীর