দক্ষিণপশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হচ্ছে দু'টি ড্রোন। ড্রোনগুলো উড়ে উড়ে সড়কে চলাচলরত গাড়িগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করবে ও আইন অমান্যকারী গাড়ির তথ্য নিচে কর্মরত পুলিশের কাছে পাঠাবে। রবিবার এ খবর জানিয়েছে ওই প্রদেশের জননিরাপত্তা বিভাগ।
চীনা সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, ওই ড্রোনগুলো ঘণ্টায় একশ' কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে।
ড্রোনগুলোর মাধ্যমে ৯০টিরও বেশি গাড়ির ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। মূলত যানজট নিয়ন্ত্রণেই ড্রোন দু'টি ব্যবহার করা হচ্ছে।
এই ড্রোনগুলো শত মিটার দূর থেকে গাড়ির লাইসেন্স প্লেট শনাক্ত করতে পারে। এই ছবি আর ভিডিওগুলো নিচে কাজ করা কর্মীদের কাছে পাঠানো হয়। এর ফলে পুলিশ সরাসরি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে।
ড্রোনগুলো একবার চার্জ দেওয়া হলে এক ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। সাধারণ গতিতে ৩০ কিলোমিটার ঘুরতে এগুলো সময় নেয় ৪০ মিনিট।
ড্রোন ব্যবহারে ট্রাফিক নিয়ন্ত্রণে আগের চেয়ে গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামীতে ট্রাফিক নিয়ন্ত্রণে দেশটির পুলিশ আরও ড্রোন ব্যবহার করবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ