জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান পৃথিবীর রোগ নিরাময় ও প্রতিরোধে ৩০০ কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছেন। নিজেদের সন্তানদের জীবদ্দশায় পৃথিবীর রোগবালাই প্রতিরোধ এবং নিরাময়ের উপায় খুঁজে বের করার গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে। গত ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত 'চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ' এর মাধ্যমে এ অর্থ খরচ করা হবে। খবর বিবিসির।
জাকারবার্গ বলেছেন, সব রোগ নির্মূল করা সম্ভব না হলেও অসুস্থতা কমানো ও চিকিৎসার সুযোগ বাড়ানোই তাদের প্রকৃত উদ্দেশ্য।
বিবিসি জানায়, গত বছরের শেষে এই দম্পতি ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার 'চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ' নামের দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছিলেন। যে শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি মার্কিন ডলার।
বিডি-প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব