ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হল PSLV-C35’এর সফল উৎক্ষেপণ। এই পোলার স্যাটেলাইটের মাধ্যমে একসঙ্গে আটটি উপগ্রহ মহাকাশে পাঠালো ভারত। এর মধ্যে ভারত ও আলজেরিয়ার তিনটি করে এবং কানাডা ও আমেরিকার একটি করে উপগ্রহ রয়েছে।
সোমবার সকাল ৯.১২ মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে PSLV-C35। আটটি কৃত্রিম উপগ্রহ মিলিয়ে মোট ৬৭৫ কিলোগ্রাম ওজন নিয়ে মহাকাশে পাড়ি দিল এই যান। এই মিশনকে ‘টু ইন ওয়ান মিশন’ বলে আখ্যা দিয়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানান, এতদিন মহাকাশে পাঠানো PSLV গুলি একটি কক্ষপথেই উপগ্রহগুলি পৌঁছে দিত। তবে PSLV-C35 দুটি কক্ষ পথে কৃত্রিম উপগ্রহগুলি পৌঁছে দেবে।
ইতিমধ্যেই নিজস্ব অবস্থানে পৌঁছে গিয়েছে SCATSAT-1। যার কাজ সমুদ্র ও আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা। এছাড়া রয়েছে আইআইটি শিক্ষার্থীদের তৈরি ‘প্রথম’ PISAT। যা মহাকাশে থেকে পৃথিবীর গুরুত্বপূর্ণ ছবি তুলে পাঠাবে এবং ইলেক্ট্রন কাউন্ট করবে। সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা