সম্প্রতি লঞ্চ হয়েছিল আইফোন-৭। এখন মাস যেতে না যেতেই শোনা যাচ্ছে যে, আগামী বছরই ব্যবহারকারীরে হাতে এসে পড়বে আইফোন-৮! জানা যায়, অ্যাপেলের আইফোন ১০ বছর পূর্ণ করবে পরের বছর। আর আইফোনের ১০ বছর ফুর্তি উপলক্ষেই অ্যাপেল নিয়ে আসছে আইফোন ৮!
জানা যায়, ৪.৭ ইঞ্চি, ৫ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি এই তিনটি ভিন্ন মাপে পাওয়া যেতে পারে আই ফোন ৮। তবে আই ফোন ৮-এ কিন্তু মেটাল বডি আর থাকবে না। এই ফোনের বিশেষ আকর্ষণ হবে এর গ্লাস বডি। আর এই তিনটি মাপের মধ্যে ৫.৫ ইঞ্চির প্রিমিয়াম মডেলটিতে থাকবে আই ফোনের পুরনো মডেলের মতোই কার্ভড ফিনিশিং। বাকি দুটিতে থাকবে সাম্প্রতিক সময়ের এলটিপিএস প্যানেলের। এমন তথ্য নিক্কি এশিয়ান রিভিউর।
বিডি প্রতিদিন/এ মজুমদার/20