মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আধিপত্য করেছেন তেমনি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে রাজত্ব করা শুরু করেছে টুইটার। ফেসবুক, স্ন্যাপচ্যাট কিংবা ইউটিউব নয়, মাার্কিন নির্বাচনে বিশ্ববাসী সরব হয়েছে টুইটারে। ভোট নিয়ে নানা তর্ক, বিতর্ক কিংবা কুতর্ক, লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার ছবি, ভিডিও প্রকাশ করার জন্য মার্কিনীরাও বেছে নিচ্ছেন টুইটারকে।
তাই স্বাভাবিকভাবেই সামাজিক এ মাধ্যমটিতেই সবচেয়ে বেশি পোস্ট করা হচ্ছে এই মুহূর্তে। একটি হিসেবে দেখা যায়, প্রতি মিনিটে মার্কিন নির্বাচন নিয়েই ২৭ হাজার পোস্ট দেয়া হচ্ছে। কোনো একটি ইস্যুতে টুইটারের এত বেশি ব্যবহার আগে দেয়া যায়নি।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা