ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে তার ফেসবুক পেজে বিবৃতিও দেয়া হয়েছে। এতে বলা হয়, 'মার্ক জাকারবার্গকে স্মরণ করছি। চিরকাল আমাদের স্মৃতিতে রয়ে যাবেন তিনি।' জাকারবার্গের এ অকাল মৃত্যুর ঘটনায় সবাই অবাক হলেও পরে জানা গেছে তিনি মারা যাননি।
ততক্ষণাৎ ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন প্রযুক্তি আনা হচ্ছে। কেউ মারা গেলে তার অ্যাকাউন্টে শ্রদ্ধাজ্ঞাপন করা যাবে। এ জন্য একটা আবেদন পত্র জমা দিলেই চলবে। সেই নিয়ে পরীক্ষা করতে গিয়েই বিপত্তি বাঁধে। প্রায় ২০ লক্ষ অ্যাকাউন্টে ভুল করে শ্রদ্ধাজ্ঞাপনের বার্তা চলে যায়। তবে এখন সমস্যা মিটেছে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/ফারজানা