৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণার পর থেকেই ভারতীয় গণমাধ্যমে একের পর এক বিড়ম্বনা আর সমালোচনার খবর প্রকাশিত হচ্ছে। কেউ কেউ মোদির পক্ষে সমর্থন দিলেও অনেকেই তাকে তুলোধনা করছেন। এরই মাঝে স্মার্টফোনে শনিবার সকাল থেকেই পাওয়া যাচ্ছে নতুন অ্যাপস ‘মোদি কিনোট’।
গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে চালু করলেই অন হয়ে যাচ্ছে ক্যামেরা। সেই ক্যামেরায় নতুন ২০০০ টাকার বা ৫০০ টাকার নোটের উল্টো পিঠটি রাখলে তাতে ফুটে উঠছে কালো টাকা বন্ধ করা নিয়ে নরেন্দ্র মোদির বক্তৃতা। আর তা দেখে সাধারণ মানুষের মধ্যে দিনভর বেড়েছে উত্তেজনার পারদ।
বাজার-দোকান থেকে অফিস কলেজ চত্বর সর্বত্রই শোনা গেছে এ নিয়ে আলোচনা। অনেকেরই বিশ্বাস ছিল নতুন নোটে জিপিএস চিপ রয়েছে। এই অ্যাপ দেখে সেই বিশ্বাস ফের দৃঢ় হয়েছে। তবে অ্যাপটির নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আসল বা নকল নোট চেনার জন্য তৈরি করা হয়নি। মোদীর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এই অ্যাপস তৈরী করা হয়েছে।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল