জানেন কি কোন দেশের মানুষ সব চেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? উত্তরটা শুনলে একটু অবাকই হবেন। দেশটা হল ভারত। আর এই তথ্যটা নিজে মুখে স্বীকার করেছেন খোদ হোয়াটসঅ্যাপের বিজনেস হেড নীরজ আরোরা।
বিশ্বজুড়ে ভীষণ জনপ্রিয় এই অ্যাপটি সম্প্রতি ভিডিও কলিং পরিষেবা নিয়ে এসেছে। আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই নীরজ আরোরা জানিয়েছেন, "...ভারতেই আমাদের সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছেন। আর এই দেশ থেকেই ভিডিও কলিং পরিষেবা চালু করতে পারব বলে আমরা আশাবাদী।"
ফলে এটা পরিষ্কার যে, ভারতীয়রা সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং তাদের জন্যই প্রথম ভিডিও কলিং সুবিধা নিয়ে আসছে সংস্থাটি।
এত দিন ভিডিও কলিং-এর সুবিধা ছিল না হোয়াটস অ্যাপে। এই বাজারটিতে আধিপত্য ছিল অ্যাপেলের ফেস টাইম, স্কাইপি, ভাইবার এবং গুগুলের ডুয়োর। এবার তাদের কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিতে বাজারে আসছে হোয়াটসঅ্যাপ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ