প্রাচীন কাল থেকেই মঙ্গল গ্রহ নিয়ে আমাদের আগ্রহ। লাল গ্রহে যে প্রাণ আছে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরাও। আধুনিক বিজ্ঞান মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে এখনো সিদ্ধান্ত জানাতে না পারলেও সভ্যতা যে কোন দিনই লাল গ্রহে ছিল না, সে বিষয়ে একমত প্রায় সবাই। নাসা থেকে ইসরো, সবাই একমত হলেও কন্সপিরেসি থিওরিস্টদের মত কিন্তু একেবারেই আলাদা। অপারচুনিটি, মিস কিউরিওসিটি থেকে ইসরোর মঙ্গলযান, বিভিন্ন সময়ে এদের পাঠানো মঙ্গলের ছবিতে ‘সভ্যতা’র নিদর্শন খুঁজে পেয়েছেন তারা। কখনো দেখা গেছে ‘বুদ্ধমুর্তি’, কখনো ‘ডাইনোসরের হাড়’ তো কখনো একেবারে ‘মঙ্গলের বাসিন্দা’কেই দেখতে পেয়েছেন তারা। নাসা অবশ্য এর সবগুলিকেই অপটিক্যাল ইলিউশন বলেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার