অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা উবের ভারতেও চালু করছে 'উবেরইটস' নামে স্ট্যান্ডালোন ফুড ডেলিভারি অ্যাপ। এর মাধ্যমে ভারতের বিভিন্ন এলাকার স্থানীয় রেস্তোরাঁগুলোর সঙ্গে কাজ করবে উবের। ওইসব রেস্তোরাঁর মেনুলিস্টে থাকা বিভিন্ন খাবারই স্থান পাবে 'উবেরইটস' অ্যাপে। আর থাকবে উবেরের তালিকাভূক্ত কুরিয়ার সার্ভিস।
অ্যাপ খুলে খাবার অর্ডার করলেই কিছুক্ষণের মধ্যে কুরিয়ারের মাধ্যমে ব্যক্তির কাছে পৌঁছে যাবে খাবার। উল্লেখ্য, ২০১৪ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে এই পরিষেবা প্রথম শুরু করেছিল উবের। সেই উদ্যোগ সফল হওয়ায় বর্তমানে বিশ্বের ৫৮টি শহরে চালু করা হয়েছে 'উবেরইটস'।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৭/ফারজানা