অ্যান্ড্রয়েড দুনিয়ায় ব্ল্যাকবেরি ফের পূর্ণ উদ্যমে ফিরে আসছে বাজারে। নতুন ভাবে ফিরে আসার জন্য তারা প্রস্তুতি নিয়েছে 'মারকারি' নামের স্মার্টফোন নিয়ে। যদিও এই নিয়ে আগেও খবর বেরিয়েছে। তবে এবার দিন-তারিখ নির্ধারণ করেছে ব্ল্যাকবেরি। জানা যায়, আগামী ফেব্রুয়ারির ২৫ তারিখে ব্ল্যাকবেরির দুনিয়াজোড়া ভক্তরা হাতে পেতে পারেন ব্ল্যাকবেরি মার্কারি। এ মাসের প্রথম দিকেই ফোনটির চেহারা দেখেছেন বিশেষজ্ঞরা। ফোনটিতে ব্ল্যাকবেরির আইকনিক ফিজিক্যাল কিপ্যাড দেওয়া হয়েছে।
এক সময় মানুষ ফোন বলতেই ব্ল্যাকবেরি জানত। ধীরে ধীরে অ্যান্ড্রয়েডের সঙ্গে পাল্লা দিয়ে সুবিধা করতে পারেনি তাদের অপারেটিং সিস্টেম। কাজেই তাদের ফোনের অগণিত ভক্তরা অন্য ফোন বেছে নিতে বাধ্য হন। তাদের আবার নিজ দুনিয়ায় ফিরে পেতেই ব্ল্যাকবেরির আয়োজন। এবার ব্ল্যাকবেরি নামটিকে কিনে নিয়েছে টিএলসি নামের একটি চাইনিজ কম্পানি। অ্যালকাটেল তারাই পরিচালনা করে। টিএলসি ব্ল্যাকেবেরির ফোনগুলো বানাবে এবং বাজারজাত করবে।
এমনিতেই ব্ল্যাকবেরি সফটওয়্যার কম্পানি হিসাবে টিএলসি'র সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে এবার টিএলসি ব্ল্যাকবেরির গর্বিত ভক্তদের ফিরিয়ে আনতে চায় এবং অ্যান্ড্রয়েড আমেজ দিতে চায় ব্ল্যাকবেরিতে। সূত্র: সি নেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার