কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং নিয়ে নতুন গবেষণা কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির সিয়াটল কার্যালয়ে এ কেন্দ্র চালু করা হবে। খুব শিগগির এতে লোক নিয়োগ দেবে অ্যাপল।
গত আগস্টে প্রতিষ্ঠানটি সিয়াটলভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ 'টুরি' অধিগ্রহণ করে। সাবেক টুরি প্রধান নির্বাহী এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লস গুয়েস্ট্রিন এর সত্যতা স্বীকার করেছেন। তিনি বর্তমানে অ্যাপলের মেশিন লার্নিং এর পরিচালক পদে রয়েছেন।
গুয়েস্ট্রিন বলেন, লক্ষ্যটা অনেক উঁচুতে, কিন্তু লক্ষ্যটা ধরতে পারছে না এমন ব্যক্তিদের খুঁজে পাওয়া মাত্রই দ্রুত আমরা তাদের নিয়োগ দিতে যাচ্ছি।
বিশ্বজুড়ে অ্যাপলের এআই গবেষণা চলছে। তবে, ক্যালিফোর্নিয়ার বাইরে শেষ দুই বছরে ওয়াশিংটন অঙ্গরাজ্যেই অ্যাপল কর্মীদের সংখ্যা বাড়ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় অ্যাপলের মেশিন লার্নিং দলের সদস্য কার্লোস গুয়েস্ট্রিন-এর নামে ১০ লাখ ডলার বৃত্তিদানের ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা