৫জি (পঞ্চম প্রজন্ম) প্রযুক্তি চালু করতে যাচ্ছে ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি বছরেই চালু হতে যাচ্ছে এ প্রযুক্তি সেবা। দেশটিতে এ সেবা চালু হলে এর ডাউনলোড স্পিড থাকবে প্রায় ১ হাজার মেগাবাইট।
প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে হুয়াওয়ে ইন্ডিয়ার প্রধান নির্বাহী জয় সেন জানিয়েছেন, চলতি বছরেই বৃহৎ পরিসরে মাল্টিপল ইন মাল্টিপল আউট (এমআইএমআই) মিমো প্রযুক্তি চালু করা হবে। যা ৫জি প্রযুক্তিরই অংশ।
তিনি আরও বলেন, পুরো ভারত জুড়ে ৫জি প্রযুক্তি আগামী ৩ বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালুর আশা করা হচ্ছে। বিভিন্ন ধরনের গ্রাহকের বিষয় মাথায় রেখে এর উপযুক্ত সমাধানও খোঁজা হচ্ছে। এ বিষয়ে ভারতীয় এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তালের সঙ্গেও কথা হয়েছে। তিনি ৫জি প্রযুক্তির বিষয়ে খুবই আগ্রহী ও মুগ্ধ।
এছাড়া ৫জি প্রযুক্তি চালু হলে ইন্টারনেট ব্যবহারকারীরা আরও বাড়তি সুবিধা পাবেন। বাড়বে ইন্টারনেটের গতিও। এমনকি ডাউনলোড স্পিড ২০ জিবির চেয়েও বেশি হতে পারে।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৭/এনায়েত করিম