প্রথমবারের মতো শেয়ার বাজারে যুক্ত হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্নাপচ্যাট। ২ মার্চ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আসার পর প্রথম দিনেই প্রতিষ্ঠানটির মূল্য বেড়েছে ৪৪ শতাংশ। শেয়ারবাজারে অন্তর্ভুক্তির ফলে দুই সহ-প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল এবং ববি মার্ফি কয়েকশ’ কোটি ডলারের মালিকে পরিণত হবেন বলেও ধারণা করছেন অনেকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শেয়ার প্রতি ১৭ ডলার দামে দিন শুরু করে দিনশেষে তা ২৪.৪৮ ডলারে পৌঁছে। লেনদেনের শেষ হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির বাজারমূল্য তিন হাজার তিনশ’ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
তবে শেয়ারের মূল্য নিয়ে ইতিমধ্যে সমালোচনাও শুরু হয়ে গেছে। বেশ কয়েকজন বাজার বিশ্লেষক স্নাপচ্যাটের অতিরিক্ত মূল্য নির্ধারণ হয়েছে বলে মন্তব্য করেছেন।
২০১২ সালে প্রথমবারের মতো চালু হয় স্ন্যাপচ্যাট। এই অ্যাপের বিশেষত্ব হলো ছবি ও ম্যাসেজ পাঠানোর অল্প সময়ের মধ্যে তা আবার হারিয়ে যায়। অ্যাপটির বর্তমানে ১০ কোটির বেশি সক্রিয় গ্রাহকের মধ্যে ৬০ শতাংশের বয়স ১৩ থেকে ২৪ বছরের মধ্যে।