হারিয়ে গেলেও তল্লাশি কিন্তু থামেনি। শেষ পর্যন্ত খোঁজ মিলল। চন্দ্র অভিযানে গিয়ে হারিয়ে যাওয়া দু’টি মহাকাশযানের সন্ধান দিল নাসা। তার মধ্যে একটি মহাকাশযান ভারতের। ২০০৯ সালে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর উদ্যোগে চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছিল চন্দ্রযান ১–কে।
তবে ২০০৯ সালের ৯ আগস্টের পর থেকে সেটির সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছিল না। পাশাপাশি বেশ কিছু দিন ধরেই সাড়াশব্দ মিলছিল না নাসার লুনার রিকনাইস্যান্স অরবিটার এর। বিজ্ঞানীদের আক্ষেপ ছিল চাঁদের পিঠ থেকে প্রতিফলিত হওয়া আলোর ঔজ্জ্বল্যের জন্যই কোনও টেলিস্কোপ দিয়ে চাঁদের কক্ষপথে গিয়ে হারিয়ে যাওয়া ওই দু’টি মহাকাশযান চোখে পড়ছিল না। তবে শেষ পর্যন্ত সুখবরটা দিল পাসাডেনায় নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরি।
ওই গবেষণাগারের রেডার বিশেষজ্ঞ গবেষিকা মারিনা ব্রোঝোভিক বলেছেন, ‘আমরা পৃথিবীতে বসানো টেলিস্কোপ দিয়েই এলআরও এবং ‘চন্দ্রযান ১’-কে খুঁজে পেয়েছি। মহাকাশযান দু’টি চাঁদের কক্ষপথেই ঘুরে বেড়াচ্ছে। ‘এলআরও’-কে খুঁজে বের করাটা আমাদের কাছে তুলনামূলক সহজ ছিল। কারণ, সে এখন কোন কক্ষপথে রয়েছে, সেটা আমাদের জানা ছিল। শুধু সেই কক্ষপথে তার সঠিক অবস্থানটা আমরা বুঝতে পারছিলাম না। তুলনায় কিছুটা কঠিন ছিল ইসরোর চন্দ্রযান ১–কে খুঁজে পাওয়া।’
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১