হোয়াটস্অ্যাপের নয়া ফিচার নিয়ে বহু আলোচনা হওয়ার পর কোম্পানীর পক্ষ থেকে স্থির করা হয়েছে, পুরনো ফিচার ফিরিয়ে আনা হবে৷ পাশাপাশি থাকবে নতুন ফিচারও৷ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, নয়া স্টেটাস আপডেট ফিচারের হোয়াটসঅ্যাপে একবার আপডেট হয়ে যাওয়ার পরে পুরনো স্টেটাস মেসেজ সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়েছিল, যা নেগেটিভ ফিডব্যাক পায় কোম্পানী৷
অ্যান্ড্রয়েডে আগামী সপ্তাহের মধ্যেই এই ফিচার দেখতে পাওয়া যাবে, তবে আইফোন ব্যবহারকারীরা তা আরও দ্রুত পেয়ে যাবেন৷ এক বিবৃতিতে কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে, পুরনো ফিচারের এই আপডেট প্রোফাইল নামের পাশেই দেখা যাবে এবং যখন আপনি কানেক্ট করবেন তখন তা পড়তে পারবেন৷ পাশাপাশি যে সব নতুন ফিচার ২৪ ঘণ্টা পরে চলে যায়, তাও নির্দিষ্ট স্থানেই থাকবে৷
উল্লেখ্য, নতুন ফিচার অনুযায়ী আপনি ফটো এবং ভিডিও পোস্ট করে স্থির করতে পারেন তা কে দেখবে এবং কে দেখবে না৷ একবার পোস্ট করার পর এই স্টেটাস মেসেজ ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়৷
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল