সারফেস বুক ২ নামের একটি ল্যাপটপ বাজারে আনতে পারে মাইক্রোসফট। এ বছরের এপ্রিল মাস নাগাদ সারফেস ব্র্যান্ডের এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক এক ওয়েবসাইটের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
এর আগে ডেটাকেবল ডিসপ্লে অ্যাডেড সারফেস বুক ল্যাপটপ এনে সবাইকে চমকে দিয়েছিল মাইক্রোসফট। তবে এবারে ট্যাবলেট কম্পিউটারের ওই ফিচারটি সারফেস ২-এ থাকছে না। এটি হবে পুরোপুরি ল্যাপটপ। এতে থাকবে সাড়ে ১৩ ইঞ্চির ডিসপ্লে। আগের সারফেস বুকের চেয়ে এবার নকশাতেও পরিবর্তন আনবে মাইক্রোসফট। নতুন এই সারফেস বুকের দাম হতে পারে ১ হাজার মার্কিন ডলার।
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৭/হিমেল