অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের প্রেসিডেন্ট জেফ জোনস পদত্যাগ করেছেন। ৬ মাসেরও কম সময়ে প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন তিনি।
প্রতিষ্ঠানের সূত্র জানিয়েছে, উবারের প্রধান পরিচালনা কর্মকর্তা নিয়োগ নিয়ে জোনস হতাশ ছিলেন। এবং ওই পদের প্রার্থীদের মধ্যেও তিনি ছিলেন না। অন্যদিকে প্রযুক্তিবিষয়ক সাইট রিকোডের খবরে বলা হয়, যৌন বৈষম্য এবং যৌন হয়রানির বিরুদ্ধে উবারের ক্রমাগত সংগ্রামের কারণেই প্রতিষ্ঠান ছেড়ে গেছেন জোনস।
প্রেসিডেন্টের এমন পদত্যাগে প্রতিষ্ঠানটির একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, তার পদত্যাগ ‘সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত’ ছিল। রোববার উবারের এক প্রতিবেদনে আরও বলা হয়, ‘আমরা জেফ জোনসকে প্রতিষ্ঠানে ৬ মাসের জন্য পেয়ে ধন্যবাদ জানাতে চাই এবং তার শুভ কামনা করি।’
সূত্র বিবিসি