বাজারে কিউ লেড প্রযুক্তির টিভি নতুন না। তবে স্ক্রিন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দেওয়া স্যামসাং এবার এমন একটি টিভি প্রদর্শন করেছে, যেটা দেখতে ঠিক ছবি বাঁধানোর ফ্রেমের মতো।
দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং এর নাম দিয়েছে ‘দ্য ফ্রেম’। কারণ, অভিনব এই টিভিটি বন্ধ থাকা অবস্থায় অবিকল ডিজিটাল আর্ট পিস বা শিল্পকর্মে রুপ নেয়। তাই এ সময় যে কেউ টিভিটিকে ভেবে বসতে পারে দেয়ালে টাঙানো কোনো সিনারি।
‘দ্য ফ্রেম’ এর বিশেষত্ব হলো এটি বন্ধ থোকলে প্রচলিত টিভিগুলোর মতো কালো না থেকে ব্যবহারকারীকে তার লিভিং রুমে প্রদর্শনের জন্য ডিজিটাল আর্ট পিস পছন্দ করার সুযোগ দেবে। যেখানে ১০০টির উপর আর্ট পিস পছন্দের সুযোগ থাকবে। এই আর্ট পিসগুলো হবে বিভিন্ন ধরণের যেমন ল্যান্ডস্ক্যাপ, আর্কিটেকচার, উইল্ডলাইফ, অ্যকশন এবং ড্রয়িং।
এছাড়া, স্যামসাং এর নতুন ঢঙের এই ফ্রেমে থাকছে না কোনো বিরক্তিকর ক্যাবল। কারণ এটি সিঙ্গেল, ট্রান্সপারেন্ট ক্যাবল নিয়ে আসছে। যার মাধ্যমে সকল পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করা যাবে টিভিতে।
তবে টিভিটির মূল্য কত নির্ধারণ হয়েছে তার কোনো আভাস দেয়নি স্যামসাং। আশা করা হচ্ছে খুব শীঘ্রই বাজারে দেখা যাবে স্যামসাং এর ‘দ্য ফ্রেম’।