যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক বহুজাতিক ইন্টারনেট ও প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান গুগল। এর মূল কোম্পানি হচ্ছে অ্যালফাবেট ইনকরপোরেশন। গুগলের আয়ের বেশিরভাগই আসে ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে। কিন্তু বিজ্ঞাপন সেবা নিয়ে সম্প্রতি নানামাত্রিক জটিলতায় পড়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপন প্লাটফর্মে অপ্রীতিকর কনটেন্ট, সন্ত্রাসবাদ উসকে দেয় এমন ভিডিও ও ইহুদি বিদ্বেষমূলক পোস্ট প্রদর্শন করায় বেশকিছু বিখ্যাত ব্র্যান্ড তাদের পণ্যের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। ফলে রাজস্ব আয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে কোম্পানিটিতে। এমন প্রেক্ষাপটে বিজ্ঞাপননীতি ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে গুগল।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি গত শুক্রবার এক ব্লগ পোস্টে জানায়, বিজ্ঞাপননীতি ঢেলে সাজানোর মাধ্যমে ভিডিও শেয়ারিং সেবা ইউটিউব ও গুগল ডিসপ্লে নেটওয়ার্কে বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে গ্রাহকদের আরো বেশি নিয়ন্ত্রণ সুবিধা দেয়া হবে। অর্থাৎ গ্রাহকরা এর ফলে গুগলের প্লাটফর্মগুলোয় সুবিধাজনক জায়গায় তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন।
সূত্র: ব্লুমবার্গ।