যুক্তরাজ্যের লন্ডনে বাথরুমে নিজের আইফোনটি চার্জে বসিয়ে গোসল করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১৭ মার্চ স্থানীয় এলিংয়ে শহরে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রিচার্ড বুল। বয়স ৩২ বছর। ওইদিন গোসল করার সময় বাথরুমে আইফোন চার্জ দিচ্ছিলেন রিচার্ড, কোনও কারণ বশত ফোনটি পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রিচার্ড।
যদিও আইফোনে নিয়ে এই ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও লন্ডনে আইফোন চার্জ দিতে গিয়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। গত বছরের ডিসেম্বর মাসে ওই ঘটনা ঘটে। এক্সটেনশন কডে চার্জে বসিয়ে নিজের বুকের উপর আইফোনটি রেখেছিল ওই যুবক। কয়েক ঘণ্টা পর ঘর থেকে উদ্ধার হয় যুবকের নিথর দেহ। এ ঘটনার পর থেকে ফোন নিয়ে আতঙ্কে রয়েছে রিচার্ডের পরিবার।
অন্যদিকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অ্যাপলের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় আদালতে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। যদিও দেশটির রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাক্সসিডেন্ট (রুসপা) অনেক আগ থেকেই বাথরুমে যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহারে সতর্কতা অবলম্বনের কথা বলে আসছে।
সূত্র: বিবিসি