প্রযুক্তি বাজারে সাশ্রয়ী মূল্যের দুই স্মার্টফোন নিয়ে এসেছে ভারতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা। প্রিমিয়াম মেটাল ডিজাইনের ফোন দুটির মডেল হলো ‘জেড১০’ ও ‘জেড ২৫’।
যা রয়েছে লাভা স্মার্টফোনে:
জেড১০ ফোনটি গোল্ড হোয়াইট এবং জেড২৫ মডেলটি গোল্ড ও গ্রো রঙে পাওয়া যাচ্ছে। প্রথম ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে ও ২.৫ডি বাঁকানো গ্লাস। রয়েছে অক্টা-কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত ফোনে ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ইন্টারন্যাল মেমরির পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুযোগ রয়েছে। ফোনটিতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ডুয়াল সিমের এই ফোনে ২৬২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।
অপরদিকে লাভা জেড২৫ হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ও ২.৫ডি বাঁকানো গ্লাস। অক্টা-কোর প্রসেসরের পাশাপাশি রয়েছে ৪ গিগাবাইটের র্যাম। মাইক্রোএসডি কার্ড সুবিধার সাথে রয়েছে ৩২ গিগাবাইটের ইন্টারন্যাল স্টোরেজ। পিছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনটিতে।
ফোর-জি ভিওএলটিই সাপোর্টেড স্মার্টফোন দুটির দাম যথাক্রমে ১১ হাজার ৫০০ রুপি ও ১৮ হাজার রুপি। প্রাথমিকভাবে দিল্লীর নির্বাচিত কিছু রিটেইল স্টোরে ফোন দুটি পাওয়া যাচ্ছে। ধারাবাহিকভাবে দেশব্যাপী ও দেশের বাইরেও পাওয়া যাবে স্মার্টফোন দুটি।
সূত্র: গেজেট থ্রি সিক্সটি ডিগ্রি