যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ভয়াবহ বন্দুক হামলায় আরও এক নারীর প্রাণহানির ঘটনা ঘটতে পারতো, তবে সেটা হতে দেয়নি তার হাতে থাকা একটি আইফোন।
ডেইলি মেইল অনলাইনের খবর, গত রবিবার রাতে লাস ভেগাসের উন্মুক্ত চত্বরে ‘রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট’-এ হামলায় রোজ গোল্ড রঙের একটি আইফোন এক নারীর জীবন বাঁচিয়ে দিয়েছে। ওই নারী প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও তিনি তার ক্ষতিগ্রস্ত আইফোনটি ট্যাক্সিক্যাব চালককে দেখিয়েছেন।
ডেইলি মেইলে ওই আইফোনের একটি ছবিও প্রকাশ করা হয়। যেখানে আইফোনের কভার বুলেটের আঘাতে ভেঙে গেছে।
রবিবার ওই হামলায় ৫৯ জন নিহতের পাশাপাশি পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। যদিও সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২২ হাজার মানুষ।
এর আগে, বিভিন্ন সময় সন্ত্রাসীদের হাত থেকে জনপ্রিয় এই ফোনসেটটি অনেকের জীবন বাঁচিয়েছে, যে খবর মিডিয়াতেও এসেছে।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব