ইলেকট্রিক হানিকোম্ব নিয়ে গবেষণাপত্র লিখে বিশ্বের তাবড় পদার্থবিদদের চমকে দিল ১৭ বছরের এক পাকিস্তানি ছাত্র। রয়্যাল সায়েন্স নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে মহম্মদ শাহির নিয়াজির সেই গবেষণা পত্র।
মূলত ইলেকট্রিক হানিকোম্ব নিয়ে গবেষণা করেছে নিয়াজি। সেখানে নিয়াজি দেখিয়েছে হানিকোম্বের বিভিন্ন কোষে একটি প্রান্ত থেকে আর একটি প্রান্তে যখন বিদ্যুৎ সঞ্চালিত হয় তখন একটি শক্তি উৎপন্ন হয় যেটি সমগ্র প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ভাবে চালাতে সহযোগিতা করে। নিয়াজির এই গবেষণা প্রিন্টিংয়ের উন্নততর প্রযুক্তি আনতে সহযোগিতা করবে। এছাড়া বায়োমেডিসিন তৈরির ক্ষেত্রেও অনেক উপযোগী হবে।
স্যার আইজ্যাক নিউটনকে নিজের গুরু মনে করে নিয়াজি। লাহোর সায়েন্স কলেজের ছাত্র সে। তার বাবা পাইলট। মা গৃহবধূ। রাশিয়া থেকে ফেরার পর মায়ের অনুপ্রেরণাতেই গবেষণা পত্র লেখা শুরু করেছিল সে। তারপরেই সেটি ইন্টারন্যাশনাল জার্নাল অব ফিজিক্সে পাঠিয়েছিল। সেখানেই সেটি গৃহীত হয়। নিয়াজির এই গবেষণা ভবিষ্যতে নোবেল আনতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্পেনের সারভিল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক অ্যালবার্টো টি পরেজ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর