বিশ্বজুড়ে কয়েক কোটি ইউজারকে বিপাকে ফেলে ক্র্যাশ করল ফেসবুক। বুধবার জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট খুলতে হিমশিম খেলেন অনেকেই। সমস্যা বাড়ল পোস্ট করা নিয়ে।
থমকে গেল ভার্চুয়াল আড্ডার জোয়ার। এদিন ফেসবুক খুলতে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন। কখনও সাদা স্ক্রিন, আবার কখনও বার্তা বিনিময়ের মাঝেই ছেদ পড়ল পরিষেবায়। বিশেষ করে, ফেসবুকে কিছু পোস্ট করতে গেলেই বিপত্তি বেড়েছে বলে অভিযোগ ইউজারদের।
সাধারণত কোটি কোটি ইউজার অধ্যুষিত ফেসবুক-এর এ ভাবে অচল হওয়ার নজির নেই। তবে তার বিপুল আয়তনের কারণে ছোটখাটো সমস্যাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন