বর্তমান প্রজন্মের সামনে খোলা রয়েছে কর্মমূখী শিক্ষার অফুরাণ সম্ভাবনা। আগের মতো গতানুগতিক হাতে গোনা কয়েকটি বিষয় ও প্রতিষ্ঠানে ভর্তির যে সীমাবদ্ধতা ছিল, এখন তা নেই। বরং এখন আছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মত সম্ভাবনাময়ী বিভিন্ন বিষয়ে ভর্তি ও পড়ার অবাধ সুযোগ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ নামক এক ভিন্নধর্মী প্রতিষ্ঠান। যার নেতৃত্বে রয়েছেন এম. মোসলেম উদ্দিন।
সংক্ষেপে এসিবি নামে বহুল পরিচিত এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের দেশীয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে পর্যাপ্ত অ্যাভিয়েশন এক্সপার্ট তথা প্রশিক্ষক কর্তৃক নিজস্ব এয়ারলাইন্সে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকায় ব্যবহারিক ক্লাসের জন্য অন্য এয়ারলাইন্সের মুখোপেক্ষি হতে হয়না।
রয়েছে সুবিশাল অ্যারোস্পেস ওয়ার্কশপ ও অত্যাধুনিক এভিয়নিক্স ল্যাব। ক্যাম্পাসে ব্যবহারিক ক্লাসের জন্য আছে অ্যারোপ্ল্যেন, টারবাইন ইঞ্জিন, পিস্টন ইঞ্জিন, কম্পোনেন্টস ও পর্যাপ্ত স্পেয়ার পার্টস। শ্রেণিকক্ষগুলো মাল্টিমিডিয়া সেটাপ সম্বলিত এবং আছে ওয়াইফাই নেট সম্বলিত কম্পিউটার ল্যাব, পরিপাটি হোস্টেল ও দুস্প্রাপ্য পুস্তক সম্বলিত লাইব্রেরি। এক কথায় একটি সর্বাধুনিক অ্যারোনটিক্যাল কলেজ পরিচালনায় যা কিছু প্রয়োজন, তার সবই এখানে আছে।
এসিবি এডেক্সেল, ইউকে’র অনুমোদন নিয়ে লেবেল-০৩; এক্সটেন্ডেড ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, লেবেল-০৫; হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং ০১ বছরের লেবেল-০৬; বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স গুলো অত্যন্ত সাফল্যের সাথে পরিচালনা করছে।
এসিবি’র অনেক ছাত্র-ছাত্রী বিশ্বের খ্যাতিমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ইউকে, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানী, চায়না ও মালয়েশিয়াতে উচ্চশিক্ষা সম্পন্ন করে এয়ারলাইন্সে যোগ দিয়ে উচ্চ বেতনে কর্মরত আছেন।
# যোগাযোগ: বাড়ি: ৩৮, রোড: ২০, সেক্টর: ১১, উত্তরা, ঢাকা। ফোন: ০২-৮৯৯১২৪০, ০১৭১৫ ৯৩৯৫৩৪।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ