আইটি উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ জানুয়ারি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে প্রতিদিন দুটি করে সেশন থাকবে। যেখানে মোট ১২ জন স্পিকার অভিজ্ঞতা বিনিময় করবেন এবং থাকবে চারটি প্যানেল ডিসকাশন। আরও থাকবে আইডিয়া শেয়ারিং সেশন।
সম্মেলনের আহ্বায়ক আবুল কাশেম বলেন, মিটআপ, ওয়ার্কসপ, কনফারেন্স প্রফেশনাল ও বিজনেস ডেভলপমেন্টের জন্য সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে যারা ব্যবসা করে ও ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদের নতুন জ্ঞান অর্জন করতে, এগিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে ও নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করতে সম্মেলনটি অনেক সাহায্য করবে। আশাকরি অংশগ্রহণকারী সবাই বিশ্বমানের একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
এই সম্মেলনে অংশগ্রহণ করতে আগে থেকেই নিব্ন্ধন করতে হবে। নিবন্ধনের ঠিকানা (http://unlimitcon.com)। ইভেন্টের ফেসবুক পেজ (https://goo.gl/qNUhgT) থেকে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম