রাতের অন্ধকার ভেদ করে বর্ষবরণের রাতে আলোর রোশনাইতে ছেয়ে গেছে আকাশ। আর তা দেখতে রাস্তায় উপচে পড়েছে ভিড়। রং বেরংয়ের আলোর মালায় রঙিন হয়ে উঠেছে আকাশ। কিন্তু আচমকাই সবুজ রংয়ের আলোর রোশনাইয়ে চমকে গেলেন আমজনতা। নাহ, এ কোনো বাজির আলো নয়। যারা সেই দৃশ্য দেখেছেন তাদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন যে, সেটি ইউএফও।
স্কটল্যান্ড ছাড়াও ইংল্যান্ডের দক্ষিণ দিকেও ওই দৃশ্যটি দেখা গেছে। স্কটল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৫.৩০টা নাগাদ দেখা গিয়েছে ওই অদ্ভুত দৃশ্যটি। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয়েছিল ওই বস্তুটি।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি কোনও বাজির আলো হতেই পারে না। কোন একটি বস্তু থেকে পড়ছিল সবুজ আলো। যা রং কিংবা আকার আয়তনে বাজির থেকে একেবারেই আলাদা। বর্ষবরণের রাতে এই ধরণের দৃশ্য দেখেই সাধারণ মানুষের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে। কেউ কেউ সেই গোটা দৃ্শ্যটি ক্যামেরাবন্দীও করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হয়ে গেছে সেটি। অনেকেরই মতে, এটি ইউএফও ছাড়া আর অন্য কিছু নয়।
এদিকে এই জিনিসটি নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করে দিয়েছে আমেরিকার একটি গবেষণা কেন্দ্র। তাদের দাবি, ওই সবুজ রংয়ের বস্তুটি একটি অগ্নিকুণ্ড।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ