এক্সপো মেকারের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ থেকে শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাব মেলা।
দেশের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীদের সর্বশেষ ডিভাইস পরখ করে দেখার সুযোগ দিতে এ মেলার আয়োজন করা হয়েছে । তিন দিনব্যাপী এ মেলা ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
আয়োজক সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা থেকে মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিডিপ্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান