ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, মার্কিন জিপিএস স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমের (ইউরোপিয়ান সংস্করণ) দু’টি স্যাটেলাইট সঠিক কক্ষপথে পৌঁছায়নি। তারা আরও জানিয়েছে, পঞ্চম ও ষষ্ঠ স্যাটেলাইট দু’টি সঠিক কক্ষপথেই রয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এ ব্যাপারেকোজ করছেন বৈজ্ঞানিকরা।
জানা গেছে, নির্দিষ্ট কক্ষপথের চেয়ে কিছুটা নিচে অবস্থান করছে স্যাটেলাইট দু’টি।
মিশন গ্যালিলিও-র অধীনে কক্ষচ্যুত স্যাটেলাইট ‘ডোরিজা’ ও ‘মিলেনা’কে সুয়েজ রকেটে করে মহাকাশে পাঠান হয়েছিল। প্রতিকূল আবহাওয়ার জন্য উৎক্ষপেণের সময় পিছনো হয়েছিল প্রায় ২৪ ঘণ্টা।
বিশেষজ্ঞদের মতে, মিশন গ্যালিলিও সফল হলে ইউরোপিয়ান বাণিজ্য ব্যাপক লাভ হবে। ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দেবে এই মিশন। তৈরি হবে নয়া ব্যবসায়ীক ক্ষেত্র।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ