নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় উপগ্রহটি মহাকাশে পাঠিয়েছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। গতকাল মঙ্গলবার ফ্লোরিডার কেপ কেনাভেরাল এয়ারফোর্স স্টেশনের কমপ্লেক্স ৪০ থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
নতুন এই উপগ্রহটি আকারে একটি বাসের সমান। উপগ্রহটির জন্য ফ্যালকন ৯ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এটি ছিল ফ্যালকন ৯-এর ৫০ তম উৎক্ষেপণ। স্প্যানিশ প্রতিষ্ঠান হিসপাস্যাট ৩০ডাব্লিউ-৬ নামের স্যাটেলাইটটি তৈরি করেছে ।
স্পেসএক্স জানায়, পৃথিবীকে একবার ঘুরে আসতে এই উপগ্রহের একদিন সময় লাগে। এ ধরনের উপগ্রহ সাধারণত টিভি বা স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার মতো যোগাযোগের কাজে ব্যবহৃত হয়।এই স্যাটেলাইটের মাধ্যমে স্প্যানিশ প্রতিষ্ঠানটি ইউরোপ এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় ব্রডব্যান্ড সেবার পরিধি বাড়াতে পারবে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর