ভিডিও নির্মাতাদের আয়ের পরিমাণ বাড়াতে আরো বেশিসংখ্যক ভিডিওতে বাধ্যতামূলক বা নন-স্কিপেবল বিজ্ঞাপন প্রদর্শনের পরিকল্পনা এঁটেছে ইউটিউব।
সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে এসব বিজ্ঞাপন প্রচারের কার্যক্রম শুরু হবে। যেসব নির্মাতার ভিডিওতে এরই মধ্যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তাঁরাও এ সুযোগ পাবেন। তবে নির্মাতারা চাইলে নিজেদের ভিডিওতে বাধ্যতামূলক বিজ্ঞাপন প্রদর্শন না-ও করতে পারেন। বিষয়টি খোলাসা করতে শিগগিরই নির্বাচিত ভিডিও নির্মাতাদের বার্তা পাঠাবে ইউটিউব কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ভিডিও শেয়ারিং সাইটটিতে থাকা জনপ্রিয় ভিডিওগুলোতে দুই ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়। ভিডিও চালুর সময় কিছু বিজ্ঞাপন বন্ধ করা গেলেও বাকিগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত বাধ্যতামূলকভাবে দেখতে হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান