যত দিন যাচ্ছে টেক ওয়ার্ল্ডে নতুন নতুন সব টেকনোলজি আসছে। উন্নত হচ্ছে স্মার্টফোন ডিভাইসও। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম, উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির সংযোজনে সব কোম্পানি যখন স্মার্টফোনের বাজার মাতিয়ে তুলতে ব্যাস্ত। তখন আগের দিনে ফিরে গিয়ে একেবারে সাদামাটা স্মার্টফোন বাজারে ছাড়ছে জাপানের একটি কোম্পানি।
টেক ওয়েবসাইট এনগেজেট সূত্রের খবর ‘ফিউচারমডেল’ নামে একটি সংস্থার উদ্যোগে ‘নিচফোন-এস’ নামে একটি স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছে। ক্রেডিট কার্ডের চেয়ে খানিক বড় স্মার্টফোনটি দিয়ে ফোন কল ছাড়াও মেসেজ আদান-প্রদান, গান শোনা যাবে। ফোনটিতে রেকর্ডিং, ব্লু-টুথ সুবিধাও রয়েছে।
স্মার্টফোনের আদলে তৈরি ‘নিচফোন-এস’ অনেকটা ছোটবেলায় স্কুলে ব্যবহৃত ক্যালকুলেটরারের মত। এই ফোনটিতে চলবে অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং (২০১২ সালের ভার্সন)। আপাতত এর স্ক্রিনে একটি ঘড়ি ছাড়া আর কিছুই দেখা যায়নি সদ্য মুক্তি পাওয়া ভিডিওতে। আগামী ১০ নভেম্বর বাজারে আসতে যাওয়া স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ৮৮ ডলার। আপাতত জাপানের বাজারে ছাড়া হচ্ছে ‘নিচফোন-এস। তবে আশা করা হচ্ছে খুব শিগগরই এই ফোনটি বিশ্বের বাজারে পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/হিমেল