ইনস্টগ্রামের কিছু গ্রাহকের পাসওয়ার্ড প্রকাশ একটি দুর্ঘটনা ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একটি সিকিউরিটি বাগ বা নিরাপত্তা ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে।
ইনস্টাগ্রামের একজন মুখপাত্র এ কথা জানান। এনগেজেটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ভার্জ।
ওই মুখপাত্র বলেন, এটা ইনস্টাগ্রামের অভ্যন্তরেই প্রকাশিত হয়েছে এবং এতে আক্রান্ত ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, এই ত্রুটি ইনস্টাগ্রামের ডাটা ডাউনলোড টুলের সাথে মিশে ছিল। ডাটা ডাউনলোড টুল ফিচারটি চলতি বছরের এপ্রিলে চালু করা হয়। এর সাহায্যে গ্রাহকরা নিজেদের সব তথ্য ডাউনলোড করতে পারেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, যারা এই ফিচার ব্যবহার করেছে তাদের কয়েকজনের পাসওয়ার্ড এবং ওয়েব ব্রাউজারের ইউআরএল ইনস্টাগ্রামের মূল কর্তৃপক্ষ ফেসবুকের সার্ভারে সংরক্ষিত হয়েছে।
ত্রুটি এরই মধ্যে দূর করা হয়েছে। এতে অন্য গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানানো হয়। পাশাপাশি যাদের কাছে ইনস্টাগ্রামের নোটিফিকেশন গেছে তাদের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই নিরাপত্তা ইস্যুতে বেশ চাপে রয়েছে ফেসবুক। একের পর এক বিতর্কিত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি কোণঠাসা হয়ে পড়েছে। এবার তাদেরই মালিকানাধীন ইনস্টাগ্রাম গ্রাহকদের পাসওয়ার্ড প্রকাশ করল।
বিডি প্রতিদিন/কালাম