মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে নতুন নামে ডেকেছেন। তিনি টিম কুকের পরিবর্তে টিম অ্যাপল নামে ডেকেছিলেন। এরপর ট্যুইটার অ্যাকাউন্টে নিজের নামই বদলে ফেলেছেন টিম কুক।
তার ট্যুইটার অ্যাকাউন্টে দেখা গেছে, আগের টিম কুক নামটি এখন আর নেই। এর পরিবর্তে টিম-এর পর অ্যাপলের একটি লগো যোগ করেছেন তিনি যা একসঙ্গে উচ্চারণ করলে দাঁড়ায় টিম অ্যাপল।
ট্রাম্প হয়তো ভুলে করেই তাকে টিম অ্যাপল ডেকেছিলেন। কিন্তু কুক যে বিষয়টিতে বেশ মজা পেয়েছেন তা বোঝা গেল ট্যুইটারে নাম পরিবর্তনের মাধ্যমেই।
অবশ্য টিম কুকের ট্যুইটারের এই নামটি আইওএস ডিভাইস ছাড়া স্পষ্টভাবে দেখা যাবে না। কারণ তিনি টিম নামের পর অ্যাপলের যে লগোটি ব্যবহার করেছেন সেটি ইউনিকোড সমর্থিত নয় বলে জানিয়েছে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ।
বিডি প্রতিদিন/হিমেল