স্যামসাং গ্যালাক্সি এস১০ এর ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, এর মধ্যে সফটওয়ারের ত্রুটি রয়েছে। যার কারণে স্বাভাবিকের চেয়ে স্মার্টফোনটির ব্যাটারির দ্রুত চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এ খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়, ডিভাইসের ‘ট্যাপ টু ওয়েক’ ফিচারে এ ত্রুটি রয়েছে। ফিচারটির মাধ্যমে পর্দায় দু’বার ট্যাপ করলে পর্দা অ্যাক্টিভেটেড হয়।
রেডিট এবং স্যামসাং কমিউনিটি ফোরামে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, ফিচারটি অনেক বেশি স্পর্শকাতর। এর কারণে গ্রাহকের পকেটেই পর্দার আলো জ্বলে যাচ্ছে। এমনকি গ্যালাক্সি এস১০ স্মার্টফোনটি ব্যবহার করা না হলেও এটি ব্যাটারি খরচ করে।
বিডি প্রতিদিন/ফারজানা