১০ মিনিটের মহাকাশ ভ্রমণ সেরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন জেফ বেজোস। নিজেরই সংস্থা ব্লু অরিজিনের বানানো মহাকাশযান 'দ্য নিউ শেপার্ড'-এ তার এই অভিযানের সঙ্গী ছিলেন আরও তিনজন।
জেফ বেজোসে সঙ্গী হিসেবে তার ভাই মার্ক ছাড়াও ছিলেন ৮২ বছর বয়সী সাবেক নারী পাইলট ওয়ালি ফাঙ্কে এবং ১৮ বছরের তরুণ ডাচ অলিভার ডেমেন। মহাকাশ ভ্রমণ থেকে ফিরে টেক্সাসের মরুভূমিতে অবতরণ করার পর বেজোস বলেন, 'ক্যাপসুলে রয়েছে খুব খুশি একটা দল।' ৮২ বছরের ফাঙ্ক বলেন, 'ওপরে একদম অন্ধকার।'
এদিকে, সফল মহাকাশ ভ্রমণের পর বেজোসের সংস্থাকে অভিনন্দন জানিয়েছে নাসা। তারা লিখেছে, ব্লু অরিজিন টিমকে তাদের প্রথম হিউম্যান ফ্লাইটের জন্য অভিনন্দন। ভবিষ্যতের তাদের এমন মহাকাশ ভ্রমনে নাসার গবেষক এবং প্রযুক্তিবিদরা থাকবে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত