বিশ্বজুড়ে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছিল না।
ফেসবুক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, ‘দুঃখিত, কিছু ত্রুটি হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’
বিডি-প্রতিদিন/শফিক