সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকে বন্ধু হতে পারবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এজন্য বাইডেনের ফেসবুক অ্যাকাউন্ট-এর নাম বাংলায় লিখতে হবে। নেটিজেনের এক প্রশ্নের জবাবে এ কথা বললেন মোস্তাফা জব্বার।
নেটিজেন ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘এটা দুঃখজনক যে জো বাইডেন কখনো মোস্তাফা জব্বারের ফ্রেন্ড হতে পারবে না।’ এই মন্তব্যের জেরে পাল্টা মন্তব্য করেন মোস্তাফা জব্বার। তিনি লেখেন, ‘কেন পারবে না? ওর নামটা শুধু বাংলায় লিখলেই হবে।’
আরেক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ‘আমার নামে বাংলার পাশাপাশি ইংরেজিও আছে যাতে বিদেশিরাও চিনতে পারে। বাইডেনকে আগে বাংলা অক্ষরে নাম লিখে পরে ইংরেজিতে নাম লিখতে হবে। বাইডেনকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশ ও ভাষার দিকে তাকান। এসব ফালতু বিতর্ক তোলা বন্ধু না থাকার কারণ হতে পারে।’
মোস্তাফা জব্বারের সঙ্গে নেটিজেনদের এ নিয়ে বেশ বাহাস চলে। কেননা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে বাংলায় নাম না লিখলে কাউকে ফেসবুক ফ্রেন্ড করবেন না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ