১৯৭১ সালের ১২ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল দেশের একমাত্র আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগামীকাল বিশ্ববিদ্যালয়টির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে বিশ্ববিদ্যালয় পরিবার। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীসহ ৪ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামীকাল মঙ্গলবার সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের শুভ সূচনা করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ৪ দিনব্যাপী এ বর্ণিল আয়োজনে পরদিন বুধবার থাকবে পুতুল নাচ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন বৃহস্পতিবার থাকছে শীতকালীন পিঠা-পুলির মেলা এবং সন্ধ্যায় নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে মঞ্চনাটক।
এছাড়া শুক্রবার প্রাক্তন শিক্ষার্থীদের জন্য পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে দিনব্যাপী অ্যালামনাই ডে ও মিলন মেলার কার্যক্রম। এদিন থাকবে স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, প্রথম বর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা, ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা