শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক শিক্ষাথী। আলী হাসান নামের ওই শিক্ষাথী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসে ছিট রাখাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী মোশাররফ হোসেন রাজুর সাথে কথা কাটাকাটি হয় আলী হাসানের। এক পর্যায়ে রাজু এবং অসীম বিশ্বাস আলী হাসানকে বিশ্ববিদ্যালয় ফটকে নামিয়ে মারধর করলে গুরুতর আহত হয় হাসান। রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ফটকে মোশাররফ হোসেন রাজু আলী হাসানের উপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে সহপাঠীরা দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যায়। দ্রুত তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া অভিযুক্ত রাজু ও অসীমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব