শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এবং মারধরের ঘটনায় জড়িত থাকায় ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আমিনুল হক ভুইয়া জানান, গত বৃহস্পতিবার গণিত বিভাগের এক ছাত্রীকে র্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীরা হলেন মো. মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, মোশারফ হোসেন রাজু, মাহমুদুল হাসান ও অসীম বিশ্বাস। এদের মধ্যে মোশারফ হোসেন রাজু কেমিক্যাল ইজ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বাকিরা সবাই গণিত বিভাগের শিক্ষার্থী।
প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী জানান, র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকায় প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার রাতে ওই ৫ জনকে বহিষ্কারের সুপারিশ করে প্রক্টরিয়াল বডি। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ অনুমোদন করেন।
একইসঙ্গে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুন্সি নাসের ইবনে আফজাল।
তদন্ত কমিটিকে আগামী ১০দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান উপাচার্য ড. মো. আমিনুল হক ভুইয়া। পরে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব