চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা মামলা এ তিনটি দায়ের করেন।
এর আগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশ।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বলেন, ৪ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা বিভাগে, ৮ ও ৯ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামিরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।
গত কয়েকদিন ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ও মঙ্গলবার মধ্যরাতেও সোহরাওয়ার্দী হলের ৫টি কক্ষ ভাঙচুরের ঘটনায় ক্যাম্পাসে অসন্তোষ বিরাজ করছে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব