দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং রাবি রিপোর্টার্স ইউনিটি (রুরু)।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও রুরু সাধারণ সম্পাদক হুসাইন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদ, প্রভাষক মামুন আ. কাইয়ুম, আব্দুল্লাহীল বাকী, রুরু সভাপতি কায়কোবাদ খান প্রমুখ।
একই দাবিতে রাজশাহী কলেজের সামনে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম