চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে আটজন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের কর্মীরা শাহজালাল হলের ১০টি কক্ষ ভাঙচুর করে।
গুরুত্বর আহতরা হলেন, মো. শামীম, মো. কাউসার, তুর্কি সরকার এবং মাসুম নাজিম।
এদিকে রবিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে বিবাদমান দুটি পক্ষের সিনিয়র নেতাদের নিয়ে বসেন চবি কর্তৃপক্ষ। সেখানে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী ও হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীরসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে উভয় গ্রুপের পরবর্তী সংঘাতে এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
জানা যায়, শাহজালাল হলের সামনে সিক্সটি নাইন ও ভিএক্স গ্রুপের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় দুই গ্রুপের সিনিয়ররা গিয়ে বিষয়টি সমাধানও করে। কিন্তু এর আধা ঘণ্টা পর ওই হলের ভেতর সংঘর্ষে জড়িয়ে পরে দুই গ্রুপের কর্মীরা। এতে হলের ৮-১০টি কক্ষে ভাঙচুর চালায় তারা। পরে সংঘর্ষ থামাতে শাহজালাল হলে পুলিশ অভিযান চালায়।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল