ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম ও একমাত্র ‘একুশে কর্নার’ উদ্বোধন করা হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ কর্নারের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, উপ-গ্রন্থাগারিক আব্দুল কাইয়ুম, উমর ফারুক, পারভিন আক্তার, শেখ শফিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার হাসিনা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনকে সবার মাঝে বিকশিত করবার লক্ষে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কেন্দ্রীয় গ্রন্থাগরে মুক্তিযুদ্ধের স্মারক ‘মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়।