চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলা বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার অতিরিক্ত বিষয় ২০৭ নং কোর্সের প্রশ্ন কমন না আসায় পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। ওই কোর্সে অংশ নেওয়া ৫৫ পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন পরীক্ষা বর্জন করে।
বৃহস্পতিবার চবির বাংলা বিভাগে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের অতিরিক্ত বিষয় ২০৭ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। কিন্তু কোর্সের একটি ছাড়া আর কোনো প্রশ্ন কমন না আসায় ৫৫ জনের মধ্যে ৩৭ জন পরীক্ষা বর্জন করি। মাত্র একটি প্রশ্ন কমন এসেছে। সিলেবাসে যা আছে তা থেকেও আসেনি। এ ব্যাপারে পরীক্ষা কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
পরীক্ষা কমিটির সভাপতি শফিউল আযম বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিবেচনা করা হবে। দরকার হলে আবার পরীক্ষা নেওয়া হবে।