জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ক্লাস আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে শুরু হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামী ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে বরণ করবে।
এছাড়া নতুন শিক্ষার্থীরা এরই মধ্যে তাদের জন্য বরাদ্দ হলগুলোতে উঠতে শুরু করেছেন।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/এনায়েত করিম