সিনিয়র এক শিক্ষার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে ফেসবুকে মন্তব্যের জের ধরে সিনিয়র শিক্ষার্থীরা বিক্ষোভের প্রস্তুতি নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী আশ্রাফুল কবির ইমন বলেন, গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভিন রিদম সিনিয়র শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে। একইসাথে সে উপাচার্যকে নিয়েও আপত্তিকর মন্তব্য করে। এ কারণে তার শাস্তির দাবিতে বিক্ষোভ করার প্রস্ততি নিচ্ছিলো লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় তানভিন রিদমের প্রচ্ছয়দাতা ছাত্রলীগ নেতা নাঈম উদ্দিন মিষ্ঠু ও শাখাওয়াত হোসেন অনু তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পাল্টা হিসেবে তারাও তাদের ধাওয়া করেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা নাঈম উদ্দিন মিষ্ঠু বলেন, তানভিন রিদম ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মাত্র। এর বেশী কিছু নয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান হোসেন নাঈম বলেন, ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জের ধরে দুই দল সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছিলো। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এটা ছাত্রলীগের কোন বিষয় নয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি জানান, সিনিয়র-জুনিয়র নিয়ে একটু সমস্যা হয়েছিল। পরে মিটমাট হয়ে গেছে। এটা তেমন বড় কোন ঘটনা নয়।